Home » » ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ২ নাটকে নীহা

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ২ নাটকে নীহা

                                    

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ২ নাটকে নীহা


বৃহস্পতি এখন তুঙ্গে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহার। কারণ এ মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তার অভিনীত দুইটি নাটক।

দর্শক জনপ্রিয়তায় ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে শীর্ষে রয়েছে কোরবানি ঈদে মুক্তি পাওয়া নাটক ‘আশিকি’। এ নাটকে নীহার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি ৮ জুন মুক্তি পায়। 

 
নীহা অভিনীত ইউটিউব ট্রেন্ডিংয়ের  শীর্ষে আরও একটি নাটক হলো ‘ঘ্রাণ’। এ নাটকে নীহার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ‘ধূপছায়া’ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন।
দর্শকের এত সাড়া পাওয়া প্রসঙ্গে নীহা সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রথমেই দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ এত ব্যস্ততার মাঝেও তারা আমার অভিনীত নাটক দেখেছেন।
 
 
নীহা আরও বলেন, আমি অনেক কম কাজ করি, তারপরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। ভালো লাগছে এত দর্শকের ভালোবাসা পেয়ে।
 
শোবিজ পাড়ায় খুব অল্প সময়ের ক্যারিয়ার অভিনেত্রী নাজনীন নাহার নিহার। ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে মায়াবতী, মেঘের বৃষ্টি, তোমারই অপেক্ষায় ইত্যাদি 
 
Created By SoraTemplates | Distributed By Gooyaabi Templates